শপিকুল ইসলাম,বিএমটিভি নিউজঃময়মনসিংহ পুলিশ সুপারের দিক নির্দেশনায় ২ ছিনতাইকারী গ্রেফতার করেছে ডিবি ।গতকাল (৮ আগস্ট) রাতে এসআই মোহাম্মদ শহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন জয় বাংলা বাজার হইতে তারাকন্দার মোঃ আইয়ুব আলীর ছেলে মোঃ নায়েব আলী (১৯) ও কোতোয়ালী থানাধীন চরখরিচার মোঃ সুরুজ আলীর ছেলে মারজুক হাসান (১৯) কে গ্রেফতার করে ।
উল্লেখ্য (৩ আগস্ট)মঙ্গলবার রাত মোহাম্মদ রইছ উদ্দিন অপু ও তার স্ত্রী তাহমিনার নিকট হইতে একটি ভ্যানিটি ব্যাগ ছিনতাই হয়। এই বিষয় মোহাম্মদ রইছ উদ্দিন অপু বাদী হয়ে কোতোয়ালী মডেল থানার অভিযোগ দায়ের করে যার মামলা নং-৩২ । এ মামলার তদন্তভার পুলিশ সুপার ডিবিতে হস্তান্তর করলে পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিনব কায়দায় ২ ছিনতাইকারীকে গ্রেফতার করে। ডিবি পুলিশ জানায় চক্রটি দীর্ঘদিন থেকে শহরের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে মোটর সাইকেল যোগে সিএনজি, অটো, ইত্যাদি গাড়ীর গতিরোধ করিয়া চাকু দিয়ে ভয়ভীতি দেখাইয়া ছিনতাই করে আসিতেছে।গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নিকট হইতে ১টি স্বর্ণের চেইন ও ০১টি নোকিয়া মোবাইল সেট উদ্ধার করা হয়।আসামীরা বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।