শফিকুল ইসলামঃ চলমান করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মধ্যবৃত্ত শ্রমজীবী মানুেষর মাঝে খাদ্য সহায়তা প্রতিনিয়ত পৌঁছে দিচ্ছে হ্যালো স্বেচ্ছাসেবক লীগ ।কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর ব্যক্তিগত অর্থায়নে এই উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছে হ্যালো স্বেচ্ছাসেবক লীগ ।এই পর্যন্ত প্রায় ১৪০০ পবিারের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে ।এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান হ্যালো স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ । এই উপহার সামগ্রীর মাঝে রয়েছে, চাউল , ডাল, আলু, চিনি,তৈল ,লবণ,সেমাই ।
ময়মনসিংহে হ্যালো স্বেচ্ছাসেবক লীগ এই কার্যক্রম আফজালুর রহমান বাবুর নির্দেশে সুষ্ঠ ভাবে পরিচালনা করছেন সয়সনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবিএম নূরুজ্জামান খোকন,সাধারণ সম্পাদক উত্তম চক্রর্বতী রকেট,মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোফ্ফাকারুল খোকনসহ প্রমুখ ।