
You must need to login..!
Description
মতিউল আলম, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ জেলায় ১৭ আগস্ট পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪,৩৮০ জন ও মৃত্যু হয়েছে ২৪০জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ২০১ জন ও মৃত্যু হয়েছে ৪ জন ও এসময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২৪ জন, ।
এছআড়া ক্রমবর্ধমান আশংকাজনক হারে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে। ফলে ডাক্তার নার্স ও কর্মচারীদের সেবা প্রদানে হিমসিম খেতে হচ্ছে। সেদিক থেকে বিবেচনা করে করোনা ডেডিকেটেড নতুন আরো ২টি হাসপাতাল প্রস্তুত করার উদ্যোগ নেয়া হয়েছে। এরমধ্যে তারাকান্দা উপজেলায় নবনির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে সম্পূর্ণভাবে কোভিড-১৯ এর জন্য প্রস্তুত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় অবস্থিত শারীরিক শিক্ষা কেন্দ্রে করোনা আক্রান্তদের জন্য ৫০শয্যা বিশিষ্ট চিকিৎসা কেন্দ্র তৈরীর প্রক্রিয়া চলছে বলে জানান অতিরিক্তি জেলা ম্যাজিষ্ট্রেট আয়েশা হক।
তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১০৬১টি। গত ২৪ ঘন্টায় আক্রান্তের হার- ১৮.৯৪%। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে ৮৮জন। বর্তমানে বাড়িতে আইসোলেশনে আছেন-৪,২৯২ জন। জেলার ১৩টি উপজেলায় এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনসহ এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১ লাখ ২৫ হাজার ৪৬৮ টি। করোনায় শনাক্ত হয়েছে ৪ হাজার ৩৮০ জন।
তিনি আরো জানান, জেলায় কোভিড চিকিৎসায় নিয়োজিত হাসপাতালের সংখ্যা-সরকারি ১২টি এবং বেসরকারী-০১টি, কোভিড ডেডিকেটেড হাসপাতালের সংখ্যা-০১টি, মোট আইসোলেশন বেড-৭৪৫টি, মোট আইসিইউ বেড-২২ টি, কোভিড ডেডিকেটেড হাসপাতালে হাইফ্লো নজ্যাল ক্যানুলা- ৪৫টি, অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা- ১,৮৪৯ টি।
জেলা ভ্যাকসিন পরিস্থিতি সম্পর্কে জেলা প্রশাসন জানান, গতকাল ১৭ আগস্ট ২০২১ পর্যন্ত কোভিড-১৯ এর ভ্যাকসিন নিয়েছেন- ১ম ডোজঃ ৫লাখ ৬০৮ জন, ২য় ডোজঃ ১লাখ ৪৫ হাজার ২৩২ জন, গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এর ভ্যাকসিন নিয়েছেন- ১ম ডোজঃ ৪,৩৬৩ জন, ২য় ডোজঃ ৮,৬৮৪ জন
কোভিড-১৯ এর সংক্রমণ নিয়ন্ত্রণে এবং আক্রান্তদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে জেলা প্রশাসন, ময়মনসিংহ এবং “করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি, ময়মনসিংহ” কর্তৃক গৃহীতকার্যক্রমের মধ্যে রয়েছে, প্রচারণাঃ-জেলা ও উপজেলা প্রশাসন, ময়মনসিংহের উদ্যোগে সমস্ত জেলায় সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম চলমান আছে। এছাড়া সকল জনপ্রতিনিধি, মিডিয়া কর্মীগণ, আইনশৃঙ্খলা বাহিনী, সচেতন সকল নাগরিকদের সমন্বয়ে প্রচারণা কার্যক্রম চলমান আছে। করোনা আক্রান্ত বিভিন্ন জেলা হতে আগত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হচ্ছে। নিত্যপণ্যের সরবরাহ ও বাজারমূল্য স্বাভাবিক আছে। লকডাউন নিশ্চিতকরণ, হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ সার্বিক পরিস্থিতিধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনাধ কার্যক্রম চলমান আছে। জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে নিম্নআয়ের মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ চলমান।
১ জুলাই ২০২১ হতে জেলা প্রশাসন করোনায় ক্ষতিগ্রস্থ সংস্কৃতিসেবী, পরিবহন শ্রমিক, সকল দুস্থ, অসহায়, কর্মহীন জনগোষ্ঠী, দোকান কর্মচারী, বন্যার্ত পরিবার, অটোরিকশা পরিবহন শ্রমিক ও পত্রিকার হকারদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে উপহার সামগ্রী/ত্রাণসামগ্রী হিসেবে মোট ৫৪৩ মে.টন চাল এবং মোট ১,৫৫,৫০০০০/- (এক কোটি পঞ্চান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা) বিতরণ করা হয়েছে।
এদিকে জেলা প্রশাসক এনামুল হক বলেন করোনা মোকাবেলায় আমরা সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি। করোনার সংক্রমণ মোকাবেলার উদ্দেশ্যে চলমান সরকারি সহায়তার পাশাপাশি ময়মনসিংহ জেলায় বেসরকারি সহায়তার বিষয়টিতে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। এরই মধ্যে কমিউনিটি বেইজড মেডিকেল কলেজ অব বাংলাদেশ (সিবিএমসিবি), ময়মনসিংহে করোনা আক্রান্ত রোগীদের জন্য ৫০টি শয্যার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার ময়মনসিংহস্থ বেসরকারি ক্লিনিকসমূহের পক্ষ থেকে সরবরাহ করা হয়েছে এবং ময়মনসিংহস্থ প্রান্ত ডায়াগনস্টিক সেন্টার এই সিলিন্ডারগুলো নিয়মিতভাবে রিফিল করে দিচ্ছেন। স্থানীয়ভাবে তহবিল সংগ্রহের নিমিত্ত ইতোমধ্যে একটি যৌথ একাউন্ট খোলা হয়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে নিয়মিতভাবে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে।###