ময়মনসিংহে বিদ্যুতস্পৃষ্ট হয়ে বাবা -ছেলের মর্মান্তিক মৃত্যু

ময়মনসিংহে বিদ্যুতস্পৃষ্ট হয়ে বাবা -ছেলের মর্মান্তিক মৃত্যু

bmtv new No Comments

স্টাফ রিপোর্টারঃবিএমটিভি নিউজঃ  ময়মনসিংহ সদর উপজেলায় ফিসারিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার সিরতা ভাটিয়াপাড়া এলাকায় এ ঘটনায় ঘটে। নিহতরা হলেন— আব্দুল মজিদ সরকার (৫৫) ও তার ছেলে মাহমুদুল হাসান (১২)।
শুক্রবার (২০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত ফারুক হোসেন।

ওসি জানান, ওই এলাকার নূর মোহাম্মদের ফিশারিতে শ্রমিক হিসেবে কাজ করতেন আব্দুল মজিদ। অন্যান্য দিনের মত সন্ধ্যার পর ছেলেকে নিয়ে ফিশারিতে কাজ করতে যান তিনি। এসময় ফিশারির পাড়ে ত্রুটিপূর্ণ বিদ্যুতের তারে জড়িয়ে যায় মজিদ। এরপর বাবাকে ছাড়াতে গিয়ে ছেলেও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। ওই পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিভাবে কারেন্ট শক খেয়েছে স্থানীয় নেতা কর্মীরা বিষয়টি দেখবেন বলে এলাকাবাসীর কাছ হতে জানা যায়।