ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৩জনের মৃত্যু

image

You must need to login..!

Description

মতিউল আলম বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৩জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫জন করোনায় এবং ৮জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মমেকহা’য় করোনা রোগীভর্তি ২৬৯জন।গতকাল মারা গিয়েছিল ৭জন। এছাড়া বেসরকারি কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতাল বাংলাদেশ (সিবিএমসিবি) করোনা ইউনিটেভর্তি মোট ১৫জন রোগী চিকিৎসাধীন। শুক্রবার (২০আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে করোনায় মারা যাওয়া ৫জনের মধ্যে ময়মনসিংহের ৩ ও নেত্রকোণার ২জন রয়েছেন।

তারা হলেন, ময়মনসিংহ সদরের মিম (১৭)  ও বিধু  ‍ভুষণ (৭০) গফরগাঁওয়ের আবদুল বাকে (৭৫), নেত্রকোনার শামিমা রুমান (৪৭)  ও রঞ্জিত রায় চৌধুরী (৭১)।

এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ৮জনের মধ্যে ময়মনসিংহের ৪জন, নেত্রকোণার ২জন, জামালপুর ও কিশোরগঞ্জের ১জন করে রয়েছেন। তারা হলেন-ময়মনসিংহের গফরগাঁওয়ের তাহের উদ্দিন (৬৫), সালাম (৫০), ফুলবাড়িয়ার আব্দুর রাজ্জাকর (৭৫), গৌরিপুরের নজরুল ইসলাম (৭০), নেত্রকোনা সদরের ফুলমিঞা (৭০) পুর্বধলার ইসলাম উদ্দিন (৬৫), জামালপুর বকশিগঞ্জের জোবেদা (৬৫ ) ও কিশোরগঞ্জ সদরের রানাপাল (৫৫)।

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে ২৬৯জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ২১ রোগী। নতুন সনাক্ত ১১০ ও ভর্তি হয়েছেন ৩২জনএবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২জন। ওয়ান স্টপ ফ্লুকর্নারে গত ২৪ ঘন্টায় মোট সেবানিয়েছেন ৮১জন ও ১০জন টেলিমেডিসিন সেবা নিয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ৭৬৭ নমুনা পরীক্ষা করে ১১০ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ১৪.৩৪শতাংশ এবং এর আগের দিন ১৯আগষ্ট ছিল১৮.৮৩ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতাল বাংলাদেশ (সিবিএমসিবি) করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ খায়রুল ইসলাম সিজার
জানান, ২০আগষ্ট সকাল ৮টা পর্যন্ত সিবিএমসিবি করোনা ইউনিটে ভর্তি রোগী করোনায় ৬জন ও উপসর্গ নিয়ে ৯জনসহ মোট ১৫জন। নতুন ভর্তি হয়েছে ১জন এবং সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২জন।