
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জন করোনা শনাক্ত হয়ে এবং ১০ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টার মধ্যে করোনায় মারা যায় তারাঁ হলেন,ময়মনসিংহ গফরগাঁওয়ের মোছাঃমুর্শেদা (৬০),ময়মনসিংহ সদরের মানিক (৬০) ও আয়েশা সুলতানা সুমা (৫০) ।
এসময় উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারাঁ হলেন,ময়মনসিংহ সদরের কামরুন্নাহার (৫৫),নাজমুন্নাহার (৫৫), ও লাল মিয়া (৬৫), টাংঙ্গাইল সদরে আব্দুল খালেক (৬০),ঈশ্বরগঞ্জের আনিসুজ্জামান (৩৭), ও সাহারা খাতুন (৫০), গৌরীপুরের আবুল কাশেম (৬৫), ভালুকার অরুন বিশ্বাস (৪৫),নেত্রকোনা আটপাড়ার রইস উদ্দিন (৭০), নেত্রকোনার রোকিয়া (৭৫) ।
ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, নতুন শনাক্ত হয়েছেন ১২৮ জন । ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ২৩৬ জন। এর মধ্যে ১৯ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ২৫ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন।