নান্দাইলে কীটনাশক খেয়ে এক শিশুর মৃত্যু

image

You must need to login..!

Description

শাহ্ আলম ভূঁইয়া,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের নান্দাইলে কীটনাশক খেয়ে নোমান নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দিবাগত রাত ১ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নোমান নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের আমোদপুর গ্রামের কৃষক খোরশেদ মিয়ার পুত্র।

জানা যায়, শনিবার (২১ আগষ্ট) সন্ধ্যার কোনো এক সময় পরিবারের সদস্যদের অজান্তে শসা ক্ষেতের পোকা দমনের জন্য ঘরে রাখা কীটনাশক খেয়ে ফেলে নোমান।

সন্ধ্যার পরপরই শিশু নোমান বমি করা শুরু করলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত একটার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, মৃত শিশুটির পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে শিশুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার