জামাতার বাড়িতে বেড়াতে এসে খুন হলেন ব্যবসায়ী শ্বশুর

জামাতার বাড়িতে বেড়াতে এসে খুন হলেন ব্যবসায়ী শ্বশুর

BMTV Desk No Comments

 

বিএমটিভি নিউজ

জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জামাতার বাড়িতে বেড়াতে এসে খুন হলেন শ্বশুর ব্যবসায়ী স্বপন মিয়া (৫৩)। সোমবার রাত ৯টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাড়ে ৭ শতাংশ জমি নিয়ে বালিয়া গ্রামের নুরুল ইসলামের সাথে দীর্ঘদিন যাবৎ প্রতিবেশী শিপন মিয়ার সাথে বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে টান টান উত্তেজনা ও দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে। একপর্যায়ে রাত ৯টার দিকে উভয় পক্ষ ফের ধাওয়া পাল্টা ধাওয়া ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে জামাই বাড়িতে বেড়াতে আসা নুরুল ইসলামের শ্বশুর ব্যবসায়ী স্বপন মিয়া উভয়ের মধ্যে বিরোধ থামাতে এগিয়ে যান। এ সময় শিপন মিয়ার সমর্থকরা তার ওপর হামলা চালিয়ে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

এ সময় কর্মরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ময়মনসিংহ নেয়ার পথে মারা যান স্বপন মিয়া।
ওসি আবু মোহাম্মদ ফজলুল করিম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্ততি চলছে। সুত্র মানবজমিন