মুক্তাগাছার থেকে হেরোইনসহ ৪জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন গাবতলী কালীবাড়ী বাজার এলাকা থেকে ২২০ গ্রাম হেরোইনসহ ০৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।
মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার মোঃ হান্নানুল ইসলাম জানান, গত আগস্ট ভোরে র‌্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা গাবতলী কালীবাড়ী বাজার এলাকায় অবস্থিত আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামী মোছাঃ এমেলি (২২), স্বামী-মোঃ রাজু আহম্মেদ, মোছাঃ রিমা বেগম (২৫), স্বামী- হাফিজুল হক ওয়ালিদ, শেফালী (৬০), স্বামী-মৃত এনামুল হক ও হাফিজুল হক ওয়ালিদ (২৮), পিতা-আজিজুর রহমান’দেরকে আটক করে। ধৃত আসামীদের দেহ তল্লাশী করে সর্বমোট ২২০ গ্রাম হেরোইন, ৩টি মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাদের বাড়ি রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায়। তারা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজশে মুক্তাগাছা থানার বিভিন্ন এলাকায় হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছে।এ সকলঅবৈধ মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে মাদকমুক্ত দেশ গড়তের‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।ধৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে।