বজ্রপাতে দিনাজপুরে ৭ জনের মৃত্যু

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ দিনাজপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে ৪ শিশু এবং মাছ ধরার সময় ৩ জনসহ ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই শিশু। ৪ শিশু নিহতের ঘটনাটি ঘটেছে আজ আনুমানিক বিকাল সাড়ে ৩টায় দিনাজপুর উপশহর ৮ নম্বর ব্লকের মাঠে। অপর ঘটনাটি ঘটেছে একই সময়ে চিরিরবন্দর উপজেলার দক্ষিণ সুবদেবপুর পীরপাড়া গ্রামে। এ সময় পুকুরে মাছ ধরছিল তারা। নিহত ৩ জনের বয়স ২৫ থেকে ২৮ বছরের মধ্যে। বজ্রপাতে ৩ জনের মৃত্যুও বিষয়টি নিশ্চিত করেছেন, চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার।

অন্যদিকে বজ্রপাতে ৪ শিশু’র মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফ্ফর হোসেন। ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে বলে জানিয়েছেন তিনি।
দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ৪ শিশুর প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহত দুই শিশুর প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করেছেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মুঈদ। আহত দুই শিশু দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বজ্রপাতে জেলায় একই দিনে পৃথক ৭ জনের মৃত্যুর ঘটনায় দুই উপজেলায় নিহতদের পরিবারে শোকের মাতম বইছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার