কোতোয়ালী মডেল থানার জিআর ও সি আর মামলায় পরোয়ানামূলে গ্রেফতার ৭
August 26, 2021
78
No Comments
You must need to login..!
বিএমটিভি নিউজ ডেস্কঃ
বিগত ২৪ ঘন্টায় ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা, সার্বিক দিক নির্দেশনায় নিয়মিত অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার জিআর ও সি আর গ্রেফতারী পরোয়ানামূলে ৭ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন সিআর গ্রেফতারী পরোয়ানামূলে বেল্লাল হোসেন ওরফে বিল্লু (৩০) বেল্লাল হোসেন। লিটন মিয়া ০১ জন নূর মোহাম্মদ। পুরাতন চুরি মামলায় ০২ জন তারা হলেন মোঃ আল আমিন (২১) মোঃ মাসুদ (১৮) পুরাতন ডাকাতির প্রস্তুতি মামলায় মীর হোসেন (৪৮) আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।