
You must need to login..!
Description
মতিউল আলম, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ ডিবি’র অভিযানে ০৮টি স্বর্ণের চেইনসহ আন্তঃ জেলা চোর চক্রের ০৪ সদস্য ও ১০ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীসহ ৬জনকে গ্রেফতার করেছে।
ডিবির ওসি জানান মোঃ সফিকুল ইসলাম, গত রাতে অভিযান চালিয়ে এসআই(নিঃ) অজয় কুমার চক্রবর্তী সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানার বাঘামারা হতে গ্রেফতার করে। চক্রটি দীর্ঘদিন থেকে শহরের বিভিন্ন স্থানে জনবহুল এলাকায় কৃত্রিম ভিড় তৈরী করে যাত্রী সেজে যাত্রীদের গলায় থাকা স্বর্ণের চেইন বিশেষ পদ্ধতিতে কেটে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। গ্রেফতারকৃত আসামী জাহাঙ্গীর মিয়া (৩৫), পিতা মৃত-সানু মিয়া, সাং-দরমন্ডল, ওয়ার্ড নং-২ ব্লক-৬, মোছাঃ ছাহেরা খাতুন (৪০), স্বামী-মোর্শিদ কামাল, সাং-দরমন্ডল, ওয়ার্ড নং-২ ব্লক-৮, মোছাঃ নারগিছ বেগম (৩৫), স্বামী- রঙ্গু মিয়া, সাং-দরমন্ডল, ওয়ার্ড নং-২ ব্লক-৬, মোঃ আরাফত আলী ওরফে কাপ্তান (৫০), পিতা-মোঃ হাছন আলী,, সাং-দরমন্ডল, ওয়ার্ড নং-২ ব্লক-৬, সর্ব থানা-নাসিরনগর, জেলা- ব্রাহ্মণবাড়ীয়া এবং তাহাদের হেফাজত হইতে উদ্ধারকৃত ০৮ টি স্বর্ণের চেইন, ৩টি ইমিটেশন চেইন এবং চুরির কাজে ব্যবহৃত ০৩টি কাটার, ০১টি কেচিসহ গ্রেফতার করা হয়। ইহাছাড়া এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা থেকে একই রাতে ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী রিয়াজুল ইসলাম ওরফে রিয়াদুল (৩৭) পিতা মোঃ আঃ মজিদ, মাতা মোছাঃ রেজিয়া বেগম, সাং পলাশডাঙ্গী, (মাদ্রাসার পার্শ্বে), সুজন ইসলাম ওরফে সিজন (২৯) পিতা মোঃ জাকির হোসেন, সাং দৌলতপুর (জাফির মেম্বার পাড়া), উভয় থানা চিরিরবন্দর, জেলা দিনাজপুরদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।