১ সেপ্টেম্বর থেকে সশরীরে শুরু হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

১ সেপ্টেম্বর থেকে সশরীরে শুরু হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার,বিএমটিভি নিউজঃ   জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) স্নাতক ও স্নাতকোত্তরের সব পরীক্ষা সশরীরে নেওয়ার অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ১ সেপ্টেম্বর (বুধবার) আবাসিক হলসমূহ বন্ধ রেখে সকল পরীক্ষা সশরীরে শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ৩৬ তম জরুরী একাডেমিক কাউন্সিলের সভা থেকে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন প্রক্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান।

ড. উজ্জ্বল কুমার বলেন, “সভায় সর্বসম্মতিক্রমে সশরীরে পরীক্ষার ব্যাপারে অনুমোদন হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে সশরীরে পরীক্ষা শুরু হবে। বিভাগগুলো প্রথমে স্থগিত হওয়া পরীক্ষা শুরু করবে, পর্যায়ক্রমে সব পরীক্ষা নেবে। পরীক্ষার রুটিনের ব্যাপারে ইতিমধ্যে স্ব-স্ব বিভাগ কাজ শুরু করেছে। তারা চাইলে যেকোনো সময় পরীক্ষা নিতে পারবে।”

সশরীরে পরীক্ষা চলাকালীন সময়ে যদি কেউ করোনায় আক্রান্ত হয় বা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকে তবে অনলাইনে পরীক্ষা নেওয়ার ব্যাপারেও সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলেও জানান প্রক্টর।