ময়মনসিংহে গার্ল গাইডস’র মাস্ক  বিতরণ ক্যাম্পেইন

ময়মনসিংহে গার্ল গাইডস’র মাস্ক বিতরণ ক্যাম্পেইন

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার,বিএমটিভি নিউজঃ  বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন ময়মনসিংহ জেলা কমিটি ২৬ আগষ্ট সকালে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে রিক্সাওয়ালা, পথচারীসহ নিম্নআয়ের মানুষের মাঝে কাপড়ের তৈরি মাস্ক বিতরণ ক্যাম্পেইনকরেছে ।
‘কাপড়ের তৈরি মাস্ক পরিধান করি, অপচয় এবং দূষণ মুক্ত থেকে জীবানুর সাথে যুদ্ধ করি ।’ এই শ্লোগান নিয়ে মাস্ক বিতরণ ক্যাম্পেইনের উদ্বোধন করে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন ময়মনসিংহ জেলা কমিশনার নাছিমা আক্তার বলেন, নিম্নআয়ের মানুষের মধ্যে সার্জিক্যাল মাস্ক বিতরণ করার কারণে পরিবেশ দূষণ হচ্ছে।
যেহেতু এটি দ্বিতীয় বার ব্যবহার করা যায় না এবং তারা বারবার এটি ক্রয় করে ব্যবহার করার সামর্থ্য রাখে না এবং ব্যবহারের পর সঠিক ভাবে সঠিক জায়গায় সেটি ফেলার সুব্যবস্থা জানে না বা সুযোগ নেই তাই কাপড়ের তৈরি মাস্ক বিতরণ করলে সত্যিকার অর্থেই নিম্নআয়ের মানুষের উপকারে আসবে বলে তিনি মনে করেন।
উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন গার্ল গাইডস এসোসিয়েশন ময়মনসিংহ জেলা সম্পাদক মালেকা পারভীন, আঞ্চলিক কমিশনার রওশন আরা খান, গাইড ও হলদেপাখি শিক্ষার্থী এবং গাইডার শিক্ষকবৃন্দ।