
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ বিভাগে করোনায় মৃত্যু, আক্রান্ত কমেছে। সেইসাথে বিভাগের চার জেলায় করোনায় মৃত্যু কমার পাশাপাশি পরীক্ষার পরিমাণও কমেছে। তবে শনাক্ত, সুস্থ ও মৃত্যুর তিন ক্যাটাগরিতেই বিভাগে শীর্ষে রয়েছে ময়মনসিংহ জেলা। বিভাগের মোট মৃত্যুর হিসেবে প্রায় ৪৭ শতাংশই ময়মনসিংহ জেলার বাসিন্দা।
স্বাস্থ্য বিভাগের সবশেষ (২৭আগষ্ট পর্যন্ত) প্রাপ্ত তথ্য সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্তের ৮৭ জনের মধ্যে ময়মনসিংহে ৫৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া জামালপুরে ১৫, শেরপুরে ১৩ এবং নেত্রকোণায় ৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।
বিভাগে সবশেষ তথ্য অনুযায়ী বিভাগের ময়মনসিংহ জেলায় ২০ হাজার ৭২১ জন, জামালপুরে ৫ হাজার ১ জন, নেত্রকোণায় জন ৪ হাজার ৬৭৮ এবং শেরপুরে ৪ হাজার ৪৭৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা রোগীর সংখ্যা দাড়িয়েছে ৩৪ হাজার ৮৭৬ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৪৮৭ জন। এর মধ্যে ময়মনসিংহে ৪০৮, শেরপুরে ৫০, জামালপুরে ২৫ এবং নেত্রকোণায় ৪ জন সুস্থ হয়েছেন।
বিভাগে সবশেষ তথ্য অনুযায়ী ময়মনসিংহ জেলায় ১৭ হাজার ৯০৪ জন, জামালপুরে ৪হাজার ৭৭৬জন, নেত্রকোণায় জন ৩হাজার ৪৩৫ জন এবং শেরপুরে ৪হাজার ৪০১ জন সুস্থ হয়েছে। এনিয়ে বিভাগে মোট ৩০ হাজার ২১৯ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় বিভাগে তিন জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে দুইজন ময়মনসিংহ এবং একজন নেত্রকোণা জেলার বাসিন্দা।
বিভাগে সবশেষ তথ্য অনুযায়ী ময়মনসিংহ জেলার সর্বোচ্চ ২৬৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ নেত্রকোণায় ১২২ জন, জামালপুরে ৯২ জন এবং শেরপুরে ৮৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬৬ জন।
ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শাহ আলম বলেন, সকলেই সচেতন হলে করোনা সংক্রম ও মৃত্যু আরও কমে আসবে। এ জন্য সকলকেই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পড়ে চলাচল করার আহবান জানান তিনি।