পাইলট নওশাদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

পাইলট নওশাদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

August 30, 2021 471 Views

নিউজ ডেস্কঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে সোমবার সকালে ভারতের নাগপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ক্যাপ্টেন নওশাদ।

গত শুক্রবার ফ্লাইট নিয়ে মাস্কাট থেকে দেশে ফেরার পথে মধ্য আকাশে হার্ট অ্যাটাক করেন নওশাদ। এরপর জরুরি অবতরণ করেন নাগপুরে। সেখানেই তার চিকিৎসা চলছিল। শেষপর্যন্ত তিনি লাইফসাপোর্ট থেকে মৃত্যুবরণ করেন।

সাম্প্রতিক