
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার বিএমটিভি নিউজঃ : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কেশরগঞ্জ বাজারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল ছিদ্দিক কর্র্তৃক ব্যবসায়ীদের উপর লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন।
মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে ফুলবাড়ীয়া কেশরগঞ্জ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানা যায়, গত সোমবার (৩০ আগস্ট) গুচ্ছগ্রাম প্রকল্প পরিদর্শনে যাওয়ার সময় কেশরগঞ্জ বাজারের রাস্তায় যানজটে আটকা পড়েন ইউএনও আশরাফুল সিদ্দিক।
এ সময় ইউএনও’র গাড়ী থেকে আনসার সদস্যরা নেমে বাজারের আকস্মিকভাবে ফুটপাত দখল মুক্ত করার অজুহাতে অতর্কিত অভিযান শুরু করেন এবং বেশ কিছু দোকানদার ও পথচারীর উপর লাঠিচার্জ করে।
এসময় দোকানীদের সামনে থাকা মোটরসাইকেল, চা স্টলের কেটলি, গ্লাস, মনোহারী দোকানের মালামাল, হোটেলের জ্বলন্ত গ্যাস সিলিন্ডার লাথি দিয়ে ফেলে দেয়া হয়। একইসাথে একটি জুয়েলারী দোকানের সামনে পথচারীর মোটরসাইকেল রাখার অজুহাত তুলে জুয়েলারী দোকান কর্মচারী ও পথচারীদের উপর লাঠিচার্জ করেন। বেপরোয়া লাঠিচার্জ ও নির্যাতনে বাদীহাটী এলাকার চা দোকানী রাসেদ (৩০) রক্তাক্ত জখম হয়।
এভাবে প্রায় ২০/২৫ মিনিটে অন্তত ১০/১৫ দোকানী ও দোকান কর্মচারী আহত হয়। এ ঘটনা ফেইসবুকে ভাইরাল হয় তাৎক্ষনিক।
ইউএনও’র আকস্মিক বেপরোয়া নির্যাতনে অসহায় ও নিরীহ ব্যবসায়ী রক্তাক্ত আহত, ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির ঘটনায় ব্যবসায়ী ও বাজার কমিটির সদসস্যদের ব্যাপক ক্ষোভ দেখা দেয়। পরে কেশরগঞ্জ বাজার মালিক সমিতি মঙ্গলবার (৩১ আগস্ট) ইউএনও’র উদ্ধত্যপূর্ণ আচরণ ও আনসার সদস্যদের বেপরোয়া লাঠি চার্জের প্রতিবাদে মানববন্ধন করে। মানববন্ধনে এলাকাবাসীসহ প্রায় দুই’শ ব্যবসায়ী অংশ নেয়। মানববন্ধনে ইউএনও’র বিরুদ্ধে আগামী ৭ দিনের মধ্যে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন বাজারের ব্যবসায়ীরা।
কেশরগঞ্জ বাজার কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব সার্জেন্ট ( অবঃ) আ: খালেক বলেন, আগামী ৭ দিনের মধ্যে ইউএনও’র বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিচার না হলে উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি পালন করা হবে এবং সমস্ত দোকান বন্ধ করে দেওয়া হবে। এ ব্যাপারে ইউএনও আশরাফুল ছিদ্দিক বলেন, প্রতিনিয়ত আমরা যানজট নিরসনে কাজ করি। প্রকৃতপক্ষে লাঠিচার্জ ও নির্যাতনের কোন ঘটনা ঘটেনি। একটি মিথ্যা ইস্যুতে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।