
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ নতুন অর্ন্তভুক্ত ওয়াার্ডসমূহে ট্রেড লাইসেন্স নতুন গ্রহণ ও নবায়নে জনগণকে আগ্রহী করতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে চলছে ক্যাম্পিং কার্যক্রম। প্রথম ধাপে শম্ভুগঞ্জ বাজারে গত ৩১ আগস্ট থেকে শুরু হওয়া এ কার্যক্রম আজ ০২ সেপ্টেম্বর বুধবার শেষ হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে নাগরিকবৃন্দ সিটি কর্পোরেশনে না এসেই সহজে সেবাসমূহ গ্রহণ করছেন।
প্রথম ধাপের ক্যাম্পিংয়ে ৬০ টি নতুন লাইসেন্স প্রদান এবং ১০০ টি লাইসেন্স নবায়ন করা হয়েছে। অতি সত্ত্বর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শেষ মোড় এবং আকুয়া বাইপাস মোড়ে ক্যাম্পিং শুরু হবে।
এ প্রসঙ্গে প্রধান রাজস্ব কর্মকর্তা সেঁজুতি ধর জানান, নতুন অর্ন্তভুক্ত ওয়ার্ডসমূহের সাথে সিটি কর্পোরেশন ভবনের দুরত্ব বেশি হওয়ায় নাগরিকবৃন্দের অনেকেই আগ্রহ থাকা সত্ত্বেও নতুন লাইসেন্স গ্রহণ ও নবায়ন করতে পারছিলেন না। এছাড়া নতুন লাইসেন্স গ্রহণেও জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা চালানো হচ্ছে। জনগণের এ ক্যাম্পিংয়ে আমরা জনগণের মধ্যে প্রচুর আগ্রহ লক্ষ্য করছি। মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু মহোদয় আমাদেরকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। নাগিরকসেবা সহজিকরণে আমরা এ ধরণের ক্যাম্পিং আরো পরিচালনা করা হবে।