ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ১২

ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ১২

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশ গত ২৪ঘন্টায় অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক ও আসামী ও মাদক ব্যবসায়ীসহ ১২জনকে গ্রেফতার করেছে। এ সময় ৩ শত পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও মাদকমুক্ত নগরীর গড়তে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ১২জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে জি আর গ্রেফতারী পরোয়ানায় ০৬ জন। তারা হলো, তৈয়ব আলী, মোঃ সবুজ, মোঃ সাইদুল, সেলিম আহমেদ, মিলন আহমেদ, সানুজা খাতুন। এছাড়া নিয়মিত পুরাতন চুরি মামলায় ০৪ জন। তারা হলো, হাফিজুল, মোঃ নজরুল, ফারুক, লাইক মিয়া। এছাড়া দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মোঃ কামাল খাঁন ও আসমা। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৯০ হাজার মুল্যের তিনশত পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।