
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজ ঃ ময়মনসিংহ ডিবি’ পুলিশ অভিযান চালিয়ে ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ গ্রাম হেরোইন ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেটকারসহ ১২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
জেলা গোয়ন্দো শাখার (ডিবির) ওসি মোঃ সফিকুল ইসলাম জানান এসআই মোঃ আব্দুল জলিল গতকাল রাতে অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার ভালুকা থানার মেজর ভিটা থেকে একই ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন ওরফে আলী (২৮) সাং কলেজপাড়া মুচারভিটা (সুরুজখার ভিটা), ভালুকা, ঈমাম মেহেদী ওরফে মেহেদী কাজী (৩০) মজিবর রহমান (৩৮) পিতা মৃত হাকি শেখ, মাতা মৃত হাছুনি বেগম, উভয় সাং ষোলহাসিয়া, থানা- গফরগাঁও, শফিকুল ইসলাম (২৮) সাং সোয়াইল শান্তির বাজারের পশ্চিম পার্শ্বে, থানা ভালুকা, সর্ব জেলা–ময়মনসিংহ।
এসআই মোঃ হাবিবুর রহমান কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান চালিয়ে একই রাতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার রেলীর মোড়ে থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোজাম্মেল (২২),সাং-বাঘমারা পুরাতন মেডিকেল গেইট, বাবু (২৩), , এ/পি সাং- মদের ডিপো রেল কলোনী (ভাসমান), তৌকির আহম্মেদ ফয়সাল (২৫), এ/পি সাং-বাঘমারা পুরাতন মেডিকেল গেইট (নজরুল ইসলাম (৫২) বাসা নং-৭৮/এ এর বাসার ভাড়াটিয়া), তাপস দাস (২৬), , এ/পি সাং-সেহড়া মুন্সিবাড়ী (হোসেন মিয়া (৬০) এর বাসার ভাড়াটিয়া), বিকাশ পন্ডিত(২১), এ/পি সাং-বাশবাড়ী কলোনী (মামুন (৩০) পিতা- আক্তার হোসেন এর বাসার ভাড়াটিয়া), রুমান মিয়া (২৫), সাং-৭৯/বি রুটিওয়ালাপাড়া, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।
এস আই মোঃ জাকির হোসেন একই তারিখ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার বাঘমার পুরাতন মেডিকেল গেইের সামনে থেকে ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন ওরফে বেকার (৩২), সাং-কৃষ্টপুর (মালঞ্চ কলোনী), সোহেল (৩৩), সাং-বাঘমারা (৫০/জে বাঘমারা রোড), উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।