কোতোয়ালী পুলিশের হাতে খুনের মামলা ৮ আসামী ও মাদকসহ ১৭ জন গ্রেফতার

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ বিগত ২৪ ঘন্টায় ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা, সার্বিক দিক নির্দেশনা মোতাবেক নিয়মিত অভিযানে কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহের সর্বমো ১৭ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, জিআর (০২ বছরের সাজাপ্রাপ্ত) গ্রেফতারী পরোয়ানামূলে ০১ জন খুন মামলায় গ্রেফতার ০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন শরাফ উদ্দিন (৬২), সুরুজ আলী (৫০), সুলতান (৪০) রোস্তম আলী (৬০), আমির হোসেন (৩২), অন্তর (২০), বাচ্চু মিয়া (৩৩), মোঃ আলাল উদ্দিন (৫৫),

সিআর (সাজাপ্রাপ্ত) গ্রেফতারী পরোয়ানামূলে ফরহাদ আহম্মেদ (২৮), সিআর গ্রেফতারী পরোয়ানামূলে ০২ জন রাশিদুল ইসলাম (৩৮) ও আতিকুর রহমান প্রকাশ বিজয় পুরাতন চুরি মামলায় ০১ জন স্বপন (২২)কে গ্রেফতার করা হয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন আইন (ধর্ষন) সংক্রান্ত ০২ মামলায় গ্রেফতার ০২ জন গ্রেফতার করা হয়েছে তারা হলেন, জাহিদুল হাসান (২৪) শহিদুল ইসলাম (৩০) মাদক মামলায় মোঃ শরিফ (৩০) কে গ্রেফতার করা হয় এর কাছ থেকে ২৫ পিস নেশা জাতীয় ইনজেকশন, ওজন ৫০ মিঃ লিঃ, মূল্য অনুমান ৩৯৫০/-টাকা এবং নেশা জাতীয় ইনজেকশন সিরিজ ১০ পিস, ওজন ২০ মিঃ লিঃ, মূল্য অনুমান ২,০০০/-টাকা। এছাড়া নিয়তি ঋষি (৪৫) এর কাছ থেকে ১০০(একশত) লিটার চোলাই মদ, মূল্য অনুমান ৩০,০০০/-টাকা মাদক উদ্ধার
এবং ২৫ পিস নেশা জাতীয় ইনজেকশন, ওজন ৫০ মিঃ লিঃ, মূল্য অনুমান ৩৯৫০/-টাকা এবং নেশা জাতীয় ইনজেকশন সিরিজ ১০ পিস, ওজন ২০ মিঃ লিঃ, মূল্য অনুমান ২,০০০/-টাকা। ###