কেন্দুয়ায় মোটিরসাইকেল থেকে পড়ে এক নারীর মৃত্যু

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ নেত্রকোণার কেন্দুয়ায় মোটিরসাইকেল থেকে পড়ে জেসমিন আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার সলফ কমলপুর ব্রীজ এলাকায় আঠারোবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে জেসমিনের লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত জেসমিন আক্তার ভৈরব উপজেলার মানিকদি গ্রামের কাজল মিয়ার মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, দেড় বছর আগে জেসমিনের স্বামী মাহফুজ মারা যান। এরপর চার সন্তানের মা জেসমিন আক্তারের সঙ্গে ভৈরব উপজেলার কৃষ্ণ নগর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জুবাইদের সম্পর্ক গড়ে ওঠে। সোমবার দুপুরের পর জুবাইদ নিহত জেসমিনকে নিয়ে মোটরসাইকেল যোগে কেন্দুয়া হয়ে সুনামগঞ্জ বেড়াতে যাওয়ার জন্য রওয়ানা হন। তাদের বহনকারী যানটি সন্ধ্যায় কেন্দুয়া আঠারোবাড়ি সড়কের সলফ কমলপুর ব্রীজ এলাকায় পৌঁছলে দ্রুতগতির কারণে জেসমিন মোটর সাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে যান। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পথচারীরা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জেসমিনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশের এসআই রুকনুজ্জামান ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে যান।

এসআই রুকনুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ এবং হাসপাতাল এলাকা থেকে জুনাইদকে আটক করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার জেসমিনের বাবা কাজল মিয়া বাদী হয়ে জুবাইদের বিরুদ্ধে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জুবাইদকে নেত্রকোণা আদালতে পাঠিয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার