
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহে ১০ দফা দাবিতে ট্রাক-কাভার্ডভ্যান মালিক শ্রমিক সম্বন্বয় পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, চাঁদাবাজি, পুলিশি হয়রানিসহ ১০ দফা দাবি না মানলে আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর দুই দিন পরিবহন ধর্মঘট পালন করা হবে।
মঙ্গলবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে জেলা মটর শ্রমিক মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান ট্যাংকলরী ও প্রইমমুভার মালিক শ্রমিক সম্বন্বয় পরিষদের আহবায়ক মো. রুস্তম আলী খান, সদস্য সচিব মো তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু মোতালেব, মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক চাঁন মিয়াসহ বিভিন্ন জেলা থেকে আগত পরিবহন মালিক, শ্রমিক ও কর্মচারীরা।
১০ দফা দাবির আলোকে মানববন্ধনে বক্তারা বলেন, ড্রাইভিং লাইসেন্স জটিলতা, সড়ক দুর্ঘটনায় হত্যা মামলা প্রত্যাহার, মালামাল চুরি ডাকাতি, ছিনতাইরোধ, বধিত আয় কর প্রত্যাহার, করোনাকালীন পূর্বের ন্যায় জরিমানা ব্যতীত গাড়ীর কাগজপত্র হালনাগাদ, পুলিশের হয়রানিসহ চাঁদাবাজি এবং মাসিক মাসোহারা সিস্টেম দ্রুত বাতিল করতে হবে। এবং সেই সাথে গাড়ী চলাচলের জন্য বিভিন্ন পৌরসভা ও মহাসড়কে অবৈধ চাঁদাবাজি বন্ধ করতে হবে।