নেত্রকোনার হাওরে নৌকা ডুবিতে ১৮ জন মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

নেত্রকোনার হাওরে নৌকা ডুবিতে ১৮ জন মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্ক

নেত্রকোনার মদনে হাওরে নৌকা ডুবিতে ১৮ জন মৃত্যুর ঘটনায় মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

কমিটিকে আগামী সাত (৭) কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এ দুর্ঘটনায় ১৮ জনের মধ্যে একই পরিবারের আট জনসহ ১৬ জনই ময়মনসিংহ সদর উপজেলার। বাকি দু’জনের বাড়ি ময়মনসিংহের গৌরীপুরে।

এদিকে, ময়মনসিংহ থেকে নেত্রকোনার মদনে হাওরে বেড়াতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় মৃত ১৭ জনের দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে দিকে ময়মনসিংহ সদর উপজেলার কোণাপাড়া ঈদগাহ মাঠে একসাথে  ৯জনের  জানাজা ও দাফন অনুষ্ঠিত হয়।