ময়মনসিংহ কোতোয়ালী পুলিশ হাতে ৬ লক্ষাধিক টাকার মুল্যের মাদকসহ মোট গ্রেফতার ১০

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক কোতোয়ালী মডেল থানা পুলিশ নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় নগরীর কৃষ্টপুর আলিয়া মাদ্রাসা রোডস্থ দিলকূশা জামে মসজিদ সংলগ্ন জনৈক শরাফ উদ্দিন এর বাসার নিচ তলায় ভাড়া দেয়া বাসা হতে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান ৬ লাখ টাকা ও ৪ বোতল বিদেশী মদ, মূল্য অনুমান ৭ হাজার টাকা সহ ২জনকে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃতরা হচ্ছেন মোঃ উৎস রহমান উচ্ছাস (২৭), ও রাজন মজুমদার(২৫), উভয় সাং-মধ্য বাজার হালুয়াঘাট, উভয় থানা-হালুয়াঘাট, এ/পি সাং-কৃষ্টপুর আলিয়া মাদ্রাসা রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।
এদিকে কোতোয়ালী মডেল থানার এস এ সরকার রোডস্থ বেলতলী মোড়ে জনৈক জিয়ার বাড়ীর সামনে সরকারী পাকা রাস্তার উপর হতে ২০ পিস নেশা জাতীয় ইনজেকশন, ওজন ৪০ মিঃলিঃ, মূল্য অনুমান ৬ হাজার টাকাসহ অপু (৪০), পিতা- মৃত শুকুর আলী, সাং-আকুয়া সরদার বাড়ী জামাল এর বাসার ভাড়াটিয়া) ভাসমান, মেহেদী হাসান বিশাল (২২), পিতা- হেলাল উদ্দিন, সাং-উজান ঘাগড়া (গরু হাটা মাঠ সংলগ্ন), থানা-কোতোয়ালী, জেলা –ময়মনসিংহ সহ অন্যান্য মামলার মোট ১০ (দশ) জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।