
You must need to login..!
Description
মতিউল আলম,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) মেয়র ইকরামুল হক টিটু বলেন নাগরিক সেবা প্রদানে আমরা নিদর্শন সৃষ্টি করতে চাই ।সেই জন্য সিটি করপোরেশনের অর্ন্তভূক্ত নাগরিকদের সব ধরনের সেবা প্রদানে কাজ করছে মসিক।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের দুই নম্বর ও তিন নম্বর অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করেন মসিকের মেয়র ইকরামুল হক টিটু। সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয় উদ্বোধনের পর মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি সকলের উদ্দেশ্যে আরও বলেন, অঞ্চলের উন্নয়নের প্রাথমিক দায়িত্ব আঞ্চলিক কার্যালয়ের। আমরা সেবার কেন্দ্র আপনাদের দোরগোড়াই পৌঁছে দিয়ে চাই । এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপানাদের।
অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারিগণের উদ্দেশ্যে মেয়র ইকরামুল হক টিটু বলেন, আপনারা সঠিকভাবে দায়িত্বপালনের মাধ্যমে নজির সৃষ্টি করুন। সকল নাগরিক যেন দ্রুততার সাথে সহজভাবে সেবা পেতে পারে তা নিশ্চিত করবেন।
মসিকের সূত্রে জানা যায়,২৭ সেপ্টেম্বর ২০২০ গেজেট নোটিফিকেশনের মাধ্যমে নং ০১, ০২, ০৪, ০৬, ১১, ১২, ২৭, ২৮, ২৯ ও ৩০ নং ওয়ার্ডকে নিয়ে অঞ্চল ০১; ০৩, ০৫, ০৭, ০৮, ০৯, ১০, ১৬, ১৭,১৮, ৩১,৩২ এবং ৩৩ নং ওয়ার্ডকে নিয়ে অঞ্চল ০২ এবং ১৩, ১৪,১৫, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫ এবং ২৬ নং ওয়ার্ড সমন্বয়ে অঞ্চল ৩ গঠন করা হয়। গেজেট প্রকাশের ১ বছর পূর্তির আগেই আঞ্চলিক কার্যালয় যাত্রা শুরু করেছে।
সিটি করপোরেশন প্রদত্ত লাইসেন্স, কর, জন্ম ও মৃত্যু নিবন্ধন, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা, পানি সরবরাহ, বৈদ্যুতিক কাজ ও তার রক্ষণাবেক্ষণ, সমাজকল্যাণ, পূর্তকাজ, পানি সরবরাহসহ অন্যান্য সেবাসমূহ এখন থেকে উদ্বোধনকৃত আঞ্চলিক কার্যালয়সমূহ থেকে প্রদান করা হবে।
অনুষ্ঠান পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে প্যানেল মেয়রবৃন্দ, সচিব রাজীব কুমার সরকার, সিটি কর্পোরেশনের বিভাগ ও শাখার প্রধানগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।