ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ১২

ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ১২

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার,বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করেছে। সোমবার রাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় চোলাই মদ, গাজা, হেরোইন ও ইয়াবা উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি মাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে বিভাগীয় নগরীসহ জেলা সদরের আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও মাদকমুক্ত নগরী গড়তে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসাবে সোমবার রাতে অভিযান চালিয়ে ১২জনকে গ্রেফতার করা হয়েছে।এর মধ্যে সোহাগ মিয়া ও মোস্তফা মিয়া নারী অপহরন ও ধর্ষনকারী। এ ছাড়া ৫ জনকে বিভিন্ন ধরণের মাদক বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তারা হলো, মাদক ব্যবসায়ী আল আমীন ওরফে সাধু, রফিকুল ইসলাম, মোঃ হানিফ, হাসানুল হক ও আজহার হোসেন শাহাবুদ্দিন। এছাড়াও তিন সাজাপ্রাপ্ত পলাতককে গ্রেফতার করে পুলিশ। মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১০ লিটার মদ, ৩৮ পিস ইয়াবা, ৯ শত গ্রাম গাঁজা, ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। মাদক ব্যবসায়ীদেও বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। ওসি শাহ কামাল বলেন, মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে এলাকাবাসির সহযোগীতা প্রয়োজন রয়েছে।

LATEST POSTS