You must need to login..!
Description
উবায়দুল হক,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের একজন করোনা শনাক্ত হয়ে ও বাকি পাঁচজন করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত ইউনিটটিতে করোনা আক্রান্ত হয়ে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মোনালিসা (২৫) এক নারী মারা গেছেন।
এ ছাড়াও একই সময়ে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে নেত্রকোনার দুইজন এবং ময়মনসিংহ, টাঙ্গাইল ও গাজীপুরের একজন করে রয়েছেন। তারা হলেন- নেত্রকোনা সদরের রবি চন্দ্র (৬৫) ও আরোজ আলী (৮০), ময়মনসিংহের ভালুকার শাহাদাত হোসাইন (২৮), টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আব্দুল খালেক (৬০) ও গাজীপুরের শ্রীপুর উপজেলার রুবাইয়া (২৯)।
চলতি সেপ্টেম্বর মাসে এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৭৭ জনের মৃত্যু হয়েছে। এর আগে জুলাই মাসে করোনা ও উপসর্গে ৪৮২ এবং আগস্ট মাসে ৪১৯ জনের মৃত্যু হয়েছিল এই হাসপাতালে।
ডা. মুন আরও জানান, করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন ১০ জন ভর্তিসহ বর্তমানে মোট ৯২ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন আছেন ৮ জন। এছাড়াও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন ব্যক্তি।
এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, জেলায় এক দিনে ৩২৩ টি নমুনা পরীক্ষায় ২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭.১২ শতাংশ। এ পর্যন্ত পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৬৯৮ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৩১২ জন।