সাবেক ক্রিকেটার আল আমিনের আকস্মিক মৃত্যু

সাবেক ক্রিকেটার আল আমিনের আকস্মিক মৃত্যু

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের সাবেক ক্রিকেটার আল আমিন ইবনে আবদুল্লাহ আর নেই । শনিবার (১৮ সেপ্টেম্বর ) ময়মনসিংহ শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে হাঁটতে গিয়ে তিনি স্ট্রোক করে পড়ে যান। পুলিশ তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে (মমেক) নিয়ে যায়। কয়েক ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর (মমেক) কে তার মৃত্যু হয়। ক্রিকেটারদের সংগঠন ‘কোয়াব’ বিষয়টি নিশ্চিত করেছে।
জানা যায় আল আমিন ইবনে আব্দুল্লাহ ময়মনসিংহে বসবাস করতেন। তিনি প্রথম শ্রেণির একজন সাবেক ক্রিকেটার ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।

তিনি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে ব্রাদার্স ইউনিয়ন, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, সিটি ক্লাব ও জিএমসিসি-সহ অন্যান্য ক্লাবের নিয়মিত খেলোয়াড় ছিলেন। বিশ্ববিদ্যালয় জীবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেছেন তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ছাত্র ছিলেন আল আমিন।