ময়মনসিংহ ডিবি, পুলিশের হাতে ৮ জুয়ারি ও ৪ মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ১২

ময়মনসিংহ ডিবি, পুলিশের হাতে ৮ জুয়ারি ও ৪ মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ১২

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ডিবি, পুলিশ অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ী ও ৮ জুয়ারিসহ মোট ১২ জনকে গ্রেফতার করেছে।

ডিবি,র ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, ময়মনসিংহের পুলিশ সুপারের নির্দেশনায় এসআই মোঃ জাকির হোসেন, গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানার জিলা স্কুল রোড ফুলবাড়ীয়া পুরাতন বাসষ্ট্যান্ড থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজ রোমান (২৭), সাং-আকুয়া চৌরাঙ্গি মোড় থানা-কোতোয়ালী, ময়মনসিংহ এবং

কোতোয়ালী থানার আকুয়া মোড়লবাড়ী থেকে টাকার বিনিময়ে তাস দিয়া জুয়া খেলারত অবস্থায় জুয়ারি সুহেল মিয়া (৩৫), ইসমাইল হোসেন (৪০), মজিদ মিয়া (৩৭), আঃ লতিফ (৪০), বিপ্লব (৩৯), জুয়েল মিয়া (২২), শহিদুল ইসলাম স্বপন (৪০), সর্ব সাং-আকুয়া মোড়লপাড়া হাবুন বেপারী মোড়, আবুল খায়ের (৪১), সাং-৬০/ডি আর কে মিশন রোড, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ ও এসআই আমিনুল ইসলাম ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার দেওখোলা থেকে ০৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী রোজবেল ফকির (৩২),সাং-ইচাইল,  আনিছুর রহমান (৪৫), সাং-ইচাইল (ফকিরবাড়ী), আঃ হাই (৩০),, সাং- ইচাইল, সর্ব থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।