ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের হাতে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ১১

ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের হাতে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ১১

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়ীসহ ১১ জনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৭ লিটার দেশীয় চোলাই মদ, ৪৭ পিস বিদেশী বিয়ার ক্যান, ১ বোতল বিদেশী মদ ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে মাদক পরিস্থিতি ও আইন শৃংখলা নিয়ন্ত্রণ রাখতে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় রবিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে  মাদক ব্যবসায়ী মোঃ ফারুক, নূরনবী, তুষারকে ৭ লিটার দেশীয় চোলাই মদসহ গ্রেফতার করা হয়। অপর অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ মিলন ও মোঃ কাজলকে ৪৭ পিস বিদেশী বিয়ার ক্যান, ১ বোতল বিদেশী মদ ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
এছাড়া জিআর ও সিআর মামলায় গ্রেফতারী পরোয়ানামুলে ২ জন এবং নারী ও শিশু আইনে ধর্ষন মামলার প্রধান আসামী হোসেন আলী এবং নিয়মিত মামলায় আরো ৩ জন আসামীসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।