এনায়েতুর রহমান, ফুলবাড়ীয়া প্রতি
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৪ নং বালিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান সরকার (৫৫) করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। তিনি বেশ কয়েকদিন যাবত ঠান্ডা জ্বর ও শ্বাসকষ্ঠ জনিত রোগে আক্রান্ত ছিলেন।
শনিবার (৮ আগষ্ট) ভোর ৫ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি এক ছেলে মেয়ে স্ত্রীসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্র জানায়, বেশ কদিন ধরে ঠান্ডা জ্বর ও শ্বাস কষ্ট জনিত রোগে
আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন তিনি। মামুন জানান, শনিবার (৮ আগষ্ট) ভোর রাতে তার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শনিবার বিকাল সাড়ে তিনটায় মোহাম্মদনগর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে মেহের গ্রামের তার পিতার কবরের পাশে দাফন করা হয়।