ময়মনসিংহে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার-৬

image

You must need to login..!

Description

শফিকুল ইসলাম,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী এবং ৩ জুয়ারীকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার আঁধা কেজি গাঁজাসহ সাইর উদ্দিন (৩৮) মুক্তাগাছার কাঠালীয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে ।সে মুক্তাগাছা উপজেলার নওশের আলীের ছেলে ।
বুধবার (২২ সেপ্টেম্বর ) সকালে নগরীর মাসকান্দা থেকে ৪০০ পিস ইয়াবাসহ মোঃ জোবায়ের (২৩) কে গ্রেপ্তার করেছে । একই সময় এক কেজি গাঁজাসহ নগরীর দিঘারকান্দা থেকে মোঃ রবিউল ইসলাম ওরফে আলম (৪১) গ্রেপ্তার করেছে । আসমী মোঃ জোবায়ের টেকনাফ থানার মোঃ ইউনুস আলীর ছেলে ও মোঃ রবিউল ইসলাম ওরফে আলম কুড়িগ্রামের রৌমারী থানার ফজলুর রহমানের ছেলে ।
অপর অভিযানে ভালুকা থানা এলাকা থেকে জুয়া খেলার সামগ্রীসহ আরো ৩ জনকে গ্রেপ্তার করেছে ডিবি । গ্রেপ্তরকৃতরা হলো ভালুকার এলাকার হানিফ উদ্দিনের ছেলে কাজিম উদ্দিন (৩৫), রইছ উদ্দিনের ছেলে আঃ মান্নান (৫১) ও ফুলপুর থানার হোসেন আলীর ছেলে মোঃ হাইদুল ইসলাম (৪৫) ।

বুধবার বিকালে ডিবি অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া যায়,
জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ সফিকুল ইসলাম জানান,নিয়মিত মাদক উদ্ধার অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী ও জুয়া সমগ্রীসহ ৩ জুয়ারীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।