ময়মনসিংহে পলাতক ডাকাতদলের আরো ৩ সদস্য গ্রেফতার

ময়মনসিংহে পলাতক ডাকাতদলের আরো ৩ সদস্য গ্রেফতার

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহে দেশীয় অস্ত্রসহ গ্রেফতারকৃত ৬ সদস্যের তথ্যের ভিত্তিতেএর অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের আরো পলাতক ৩ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ। গ্রেফতারকৃত হলেন, গফরগাঁওয়ের শোলাহাসিয়ার মোঃ আরিফ মিয়া (৩৫), সুজন মিয়া (২৩) ও রাঘাইচটির মোঃ শান্ত (২০)।
ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, গতকাল শুক্রবার ২০২১ রাত সাড়ে ১১টায় গফরগাঁও রেল ষ্টেশনের সামনে গরুহাট্টা বাজার হইতে ডাকাত দলের পলাতকদের গ্রেফতার করা হয়।
উক্ত ৩ আসামী ২৪ সেপ্টেম্বর ২০২১ তারিখ রাত সোয়া ৩টার দিকে ত্রিশাল থানার বগার বাজার চৌরাস্তা গুজিয়াম হতে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতারকালে পালিয়ে যায়।আসামী মোঃ আরিফ মিয়া এর বিরুদ্ধে ১টি মাদক ও ১টি চুরি মামলা, আসামী মোঃ সুজন মিয়া এর বিরুদ্ধে ১টি মাদক এবং আসামী মোঃ শান্ত এর বিরুদ্ধে ৩টি চুরি, ছিনতাই এবং ৩টি মাদক মামলা বিচারাধীন রহিয়াছে। আসামীদেরকে ০৭(সাত) দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।