
You must need to login..!
Description
শফিকুল ইসলামঃ ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীদের আয়োজনে বদলীজনিত বিদায়ী সংর্বধনা দেওয়া হয় । রোববার (২৬ সেপ্টেম্বর ) বিকালে সদর সাব-রেজিস্ট্রার অফিসে অফিস সহায়ক আব্দুল জলিল ও মোহরার লুৎফুন্নাহারকে ক্রেষ্ট প্রদানের মাধ্যমে বদলীজনিত বিদায় সংর্বধনা দেওয়া হয় ।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্ত্য রাখেন সদরের সাব-রেজিস্ট্রার দেলোয়ার হোসেন খন্দকার । তিনি বলেন অত্যন্ত সততার সাথে সাব-রেজিস্ট্রার অফিসগুলো মানুষের সেবা দেওয়ার জন্য কাজ করে।প্রতিটি কর্মচারী অত্যন্ত সততার সাথে সে কাজ গুলো করে থাকেন ।
এসময় তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন বিদায়ী আব্দুর জলিল ছিলেন অত্যন্ত সৎ একজন ব্যক্তি আমার কর্মজীবনে এতো ভাল মানুষ আগে দেখেনি । বিদায়ী আব্দুর জলিল ও লুৎফুন্নাহারের উদ্দেশ্যে তিনি বলেন নতুন কর্মস্থলে আরও ভালো ভাবে আপনার কাজ করবে ।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মিজানুর রহমান এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান সহকারী মুহাম্মদ মতিউর রহমান, অফিস সহকারী মোছাঃ আয়শা খাতুন,আতিকুর রহমান,শাহজাহান সরকার,দলিল লেখকগণসহ প্রমুখ ।