ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশের হাতে চোরাইমালসহ ৩ চোর গ্রেফতার

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা পুলিশ সোমবার অভিযান চালিয়ে চোরাইমালসহ  চিহ্নিত ৩ চোরকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ১টি এলজি কোম্পামীর ৩২ ইঞ্চি এলইডি টিভি, একটি আসুস কোম্পানির ল্যাপটপ, ও একটি হাতঘড়ি উদ্ধার করে পুলিশ। নগরীর বাঘমারা মেডিকেল গেইট, কৃষ্টপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, আকুয়া গরুর খোয়ারের সুমন মিয়া,আর কে মিশন রোডের সুমন ড্রাইভার ও আকুয়া চুকাইতলার মোঃ কাওছার। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে পুলিশ। সোমবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।  কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, সঙ্গবদ্ধ চোরেরা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন বাসাবাড়িতে কৌশলে প্রবেশ করে টিভি, ল্যাপটপ, স্বর্ণালংকার, হাত ঘড়ি ও মোবাইল চুরি করে আসছে ।
গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানা ওসি শাহ কামাল আকন্দের নির্দেশে ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমানের নেতৃত্বে সোমবার নগরীর বাঘমারা মেডিকেল গেট ও কৃষ্টপুর এলাকায় অভিযান পরিচালনা করে চিহ্নিত ৩ চোরকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে চোরাই এলইডি টিভি, ল্যাপটপ ও হাতঘড়ি উদ্ধার করে পুলিশ।