ময়মনসিংহে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১২

ময়মনসিংহে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১২

BMTV Desk No Comments

শফিকুল ইসলাম,বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহের কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ বিভিন্ন অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার সন্ধ্যায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
এর আগে সোমবার রাতে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান নগরীর কৃষ্টপুর এলাকা থেকে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার করা হয় নগরীর নাটক ঘরলেনের বিল্লাল হোসেনের ছেলে পটল মিয়া (৩৩), কৃষ্টপুরের তপনের ছেলে ঝুটন (২৮),বাঘমারারে সেলিমের ছেলে মোঃ রাসেল মিয়া (৩৫), কোনাপাড়ার আতশ আলীর ছেলে সুজন মিয়া (৩২) এবং পাটগুদামের আব্দুল সোবহানের মেয়ে সুরমা আক্তার (৩০) ।
অপর অভিযানে নিয়মিত মামলায় ৩ জন জিআর মামলায় ৩ ও সিআর মামলায় গ্রেপ্তারী পরোয়ানামূলে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। মঙ্গলবার বিকালে তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।