শফিকুল ইসলাম,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতলের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা শনাক্ত হয়ে মারা যায়নি কেউ । উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৪ জন ।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল র্পাসন ডাঃমহিউদ্দিন খান মুন, গত ২৪ ঘন্টায় বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে সন্দেহজনক করোনা উপসর্গ নিয়ে মারা যায় তারা হলেন, ময়মনসিংহ গফরগাঁওয়ের মোঃ আব্দুল খালেক (৫২), হালুয়াঘাটের ওসমান গণি (৬০), গাজপিুর শ্রীপুরের সোহরাব (৩৮) ও টাঙ্গাইল মধুপুরের আবু বকর (৬৫) ।
ডা: মহিউদ্দিন খান মুন আরও জানান ওয়ান স্টপ ফ্লু কর্নার এ গত ২৪ ঘন্টায় মোট সেবা নিয়েছেন ৮৩ জন এবং টেলিমেডিসিন সেবা নিয়েছেন ২ জন।
ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৯৯ জন। এর মধ্যে ৮ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন।
এ নিয়ে চলতি অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ২৬ জনের মৃত্যু হলো। গত জুলাই, আগষ্ট ও সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ১০২৬ জনের মৃত্যু হয়েছিল।
এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩২৯ টি নমুনা পরীক্ষায় ১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ৫৬ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ২৪ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ১৭৯ জন।##