মতিউল আলম ও শফিকুল ইসলাম, বিএমটিভি নিউজঃ নিত্য প্রয়োজনীয় বেশ কিছু পণ্যের বাজার মূল্য বেড়ে যাওয়ায় গতকাল ৬ অক্টোবর বুধবার থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বৃহত্তর ময়মনসিংহের ভোক্তাদের কাছে ৪টি পরণ্য বিক্রি শুরু করেছে । বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলার ৬০ উপজেলা ও ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩৩ ওর্য়াড এলাকনায় ঘুর্ণায়মান প্রক্রিয়ায় এই বিক্রয় কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের প্রধান মোঃ বজলুর রশীদ জানান, প্রতিদিন ৫টি জেলা টাঙ্গাইল,জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ সদরে ১টি করে ৫টি ট্রাকে, বিভাগীয় নগরী ময়মনসিংহ সিটি করপোরেশনে ৫টি ট্রাক ও ৬০ উপজেলায় ৫টি করে ট্রাক মোট ১৫টি ট্রাকে ঘুর্ণায়মান প্রক্রিয়ায় পণ্য নিয়ে ভোক্তাদের মাঝে বিক্রি করে যাচ্ছে। প্রতিদিন ৫টি জেলা সদরে, ৫টি উপজেলা সদরে ও বিভাগীয় শহরে ৫টি ট্রাক ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে সয়াবিন, পেয়াজ, মসুর ডাল ও চিনি এই ৪টি পণ্য বিক্রি করছে টিসিবি ।
এই হিসাবে ১২ দিন পর পর একটি করে উপজেলায় ও ৭ দিন পরপর সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের মানুষ এই সেবা পাচ্ছে ।
প্রতিটি ট্রাকে ৫’শ কেজি চিনি, ৪’শ কেজি মসুরের ডাল, ৪’শ লিটার বোতলজাত সয়াবিন তেল, ও ৪’শ কেজি পেয়াঁজ বিক্রি করছে টিসিবি। প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৫৫ টাকা, সয়াবিন ১ লিটার বোতল ১০০ টাকা ও পেঁয়াজ ৩০ টাকা দরে বিক্রি করছে টিসিবি। জনপ্রতি সর্বোচ্চ ২ কেজি করে এই পণ্য বিক্রি করা হচ্ছে।
ময়মনসিংহ বৃহস্পতিবার শহরের মেছুয়া বাজার ঘুরে জানা গেছে, প্রতিলিটার সয়াবিন ১৫৫ টাকা, পেঁয়াজ ৬০ টাকা কেজি, মসুর ডাল (মোটা) ৯০ টাকা কেজি ও চিনি ৮০ টাকা কেজি করে খুচরা বিক্রি হচ্ছে।
তবে বাজারে নিত্য পণ্যের জিনিসের দাম বাড়ায় সাধারণ মানুষ টিসিবির পণ্য ক্রয়ের জন্য র্দীঘ লাইনে দাঁড়িয়ে থেকে পণ্য ক্রয় করছে ।
টিসিবির এই কার্যক্রম সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিলেও চাহিদা অনুযায়ী তা খুব সামান্য বলে মনে করে সাধারণ জনগন। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সাধারণ মানুষ বলেন, নিন্মআয়ের মানুষের কথা বিবেচনা করে ট্রাকের সংখ্যা বাড়ানো প্রয়োজন।
এব্যাপারে ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, চাহিদা পুরণে টিসিবির পণ্য বিক্রির ট্রাকের সংখ্যা বাড়ানোর জন্য উর্দ্ধতনদের কাছে সুপারিশ করবেন। তিনি আরো জানান নিত্যপণ্যের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং কার্যক্রম চলমান। এখন বাজার মনিটরিং আরো জোরদার করা হচ্ছে। ##