ভাতিজাদের ফাঁসাতে নিজের মেয়েকে কুপিয়ে হত্যা করেছে এক পাষণ্ড বাবা

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ ভাতিজাদের ফাঁসাতে নিজের মেয়েকে কুপিয়ে হত্যা করেছে এক পাষণ্ড বাবা। মাত্র সাত শতক জায়গার বিরোধ নিয়ে ভাতিজাদের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চলছিলো সোলেমানের।

আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর। তিনি জানান, কুমিল্লার চান্দিনা উপজেলার বসন্তপুর গ্রামের সোলেমান জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের ফাঁসাতে মেয়ে সালমা আক্তারকে (১৪) গত ১লা অক্টোবর হত্যা করে। এ হত্যাকাণ্ডে অংশ নেয় সোলেমান ও তার দুই ভাইসহ সাতজন। পরে গত ২রা অক্টোবর বাড়ির পাশের পুকুর থেকে সালমার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে মেয়ে হত্যার ঘটনায় অজ্ঞাতপরিচয় তিনজনসহ ১০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন সোলেমান।

জানা যায়, মেয়েকে হত্যার কয়েকদিন আগে নিজেদের কাউকে আহত করে ভাতিজাদের বিরুদ্ধে মামলা করা যায় কি-না তা নিয়ে এক আইনজীবীর সঙ্গে পরামর্শ করে সোলেমান। এ কাজে সহায়তা করে সোলেমানের উকিল শ্বশুর আবদুর রহমান। আবদুর রহমান সম্পর্কে সালমার নানা। হত্যাকাণ্ডের দিন আবদুর রহমানের বাড়িতে বৈঠক হয়। সালমাকে হত্যার আগে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেয় সোলেমান।

আসামিদের স্বীকারোক্তির বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর জানান, প্রথমে শ্বাসরোধ করা হয় সালমাকে।