ময়মনসিংহ-সিলেট সরাসরি রেলপথ স্থাপনে কাজ চলছে

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ সুনামগঞ্জের সাথে ময়মনসিংহের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে সুনামগঞ্জের জামালগঞ্জ থেকে নেত্রকোনার মোহনগঞ্জ পর্যন্ত উড়ালসড়ক নির্মাণের পাশাপাশি ময়মনসিংহের সাথে সিলেটের সরাসরি রেলযোগাযোগ স্থাপনে কাজ চলছে এবং সেজন্য জরিপ কার্যক্রম চলছে বলেও জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শনিবার (৯ অক্টোবর) রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে এক অনুষ্ঠানে মন্ত্রী একথা জানান।

মন্ত্রী আরও বলেন, ‘আমরা সুনামগঞ্জের সাথে ময়মনসিংহের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে সুনামগঞ্জের জামালগঞ্জ থেকে নেত্রকোনার মোহনগঞ্জ পর্যন্ত উড়ালসড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি।’ এজন্য হাওরের মধ্যদিয়ে রাস্তা নির্মাণ প্রকল্প নিয়ে যখন প্রধানমন্ত্রীর সামনে আলোচনা হয়, তখন প্রকৌশলীরা হাওরের মধ্যদিয়ে সড়ক নির্মাণে আপত্তি তোলেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরের মধ্যে ১৪ কিলোমিটার উড়ালসড়ক নির্মাণের নির্দেশনা দিয়েছেন। খুব শিগগিরই এই উড়াল সড়ক নির্মাণের কাজ শুরু করা হবে বলেও জানান পরিকল্পনামন্ত্রী।

এছাড়া সুনামগঞ্জের রানীগঞ্জে একটি সেতু নির্মাণের কাজ চলছে। এটি সমাপ্ত হলে সুনামগঞ্জের সাথে রাজধানী ঢাকার দুরত্বও ৭০ কিলোমিটার কমবে।

অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, বস্ত্র ও পাট সচিব আব্দুল মান্নানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।