
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ১৯ জুয়াড়ি ও ২ মাদক ব্যবসায়ীসহ ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে গাঁজা ও জুয়ার সামগ্রী উদ্ধার করা হয়।
ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, ময়মনসিংহকে মাদক ও জুয়ামুক্ত করতে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসাবে রবিবার রাতে এসআই মোঃ সাইদুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ নগরীর কাঠগোলা থেকে টাকার বিনিময়ে তাস দিয়া জুয়া খেলারত অবস্থায় ১২ জুয়াড়িকে গ্রেফতার করে। তারা হলো, রফিকুল ইসলাম, দুলাল চান, কামাল উদ্দিন, তারা মিয়া, মোজাম্মেল হক, রাহাতুল ইসলাম, খোকন মিয়া, ফজলুল হক, ফারুক মিয়া, নাছির উদ্দিন, রাজু মিয়া ও রফিকুল ইসলাম।
এছাড়া নগরীর খাগডহর থেকে জুয়া খেলারত অবস্থায় আরো ৭ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো, আব্দুল আলিম, মোঃ হাসান, লিটন মিয়া, নয়ন মিয়া, ওমর ফারুক, আজিজুল হক ও সামছুর রহমান সুরুজ।
অপর অভিযানে এসআই কামরুল হাসান সংগীয় অফিসার ফোর্সসহ ঈশ্বরগঞ্জের উচাখিলা থেকে আধাকেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায় কে গ্রেফতার করে। তারা হলো, ঈশ্বরগঞ্জ, রামচন্দ্রপুর গ্রামের হাসেম ও রাজেন্দ্রপুর, গ্রামের মোঃ বকুল। তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। সোমবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।