নৌকা ডুবিতে নিহত অতি অসহায় ৩টি পরিবারের মাঝে ৩টি রিক্সা ভ্যান বিতরণ

image

You must need to login..!

Description

 

,শফিকুল ইসলামঃ
নেত্রকোনায় গত ৫আগস্ট নৌকাডুবিতে নিহত ১৮টি পরিবারের মাঝে অসহায় মাদ্রাসা শিক্ষক/শিক্ষাথীদের কর্মসংস্থানের লক্ষ্যে অতি অসহায় ৩টি পরিবারের মাঝে ৩টি রিক্সা ভ্যান বিতরণ করেছেন পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ (পিসব)। আজ বুধবার দুপুরে ময়মনসিংহ সদরের চরখরিচা, কোনাপাড়া গ্রামে ৩টি পরিবারের হাতে ভ্যান গাড়ি ও চাবি তুলে দেন পিসব প্রজেক্ট পরিচালক ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইমরান হুসাইন হাবিবী। নৌকা ডুবিতে নিহত মাদ্রাসা শিক্ষক জহিরুল ইসলাম, নিহত ছাত্র ও তার পিতা আবু ইসা ও নিহত শিক্ষক সাইফুল ইসলামের পরিবারের হাতে এই ভ্যানগুলো গাড়ি তুলে দেয়া হয়।


এসময় উপস্থিত ছিলেন আল্লামা আব্দুল হাই পাহাড়পুরী (রঃ) এর সুযোগ্য বড় সন্তান হযরত মাওলানা আশরাফুজ্জামান পাহাড়পুরী, পাহাড়পুরী হুজুরের জামাতা শাইখুল হাদিস মুফতি ইমরান হোসাইন কাসেমী, পাহাড়পুরী হুজুরের খাদেম ইমরান হোসাইন হাবিবী, মুফতি জহিরুল ইসলাম সিরাজী দাওয়াতুল ইসলাম, ইত্তেফাক উলামার সাহিত্য সম্পাদক আমীর ইবনে আহমেদ, মুফতি মাহববুল্লাহ। মুফতি জহিরুল ইসলাম ফারুকী শিক্ষা সচিব-কাচকুরা মাদ্রাসা, হযরত মাওলানা আবু বক্কর সাহেব মুহাদ্দিস কল্যাণপুর মাদ্রাসা, হযরত মাওলানা কামরুজ্জামান সাহেব। মুহাদ্দিস কল্যাণপুর মাদ্রাসা, বিশিষ্ট ব্যবসায়ী তাওহীদুল ইসলাম, মাওলানা ইসহাক, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আবু বকর,ইঞ্জিনিয়াার সাইফুল ইসলাম সাঈদ ও মাওলানা শরীফুর রহমান।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার