ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে করোনা উপসর্গ আরো ৪ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে করোনা উপসর্গ আরো ৪ জনের মৃত্যু

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এদিন করোনা আক্রান্তে কোন রোগি মারা যায়নি। মৃতদের মধ্যে ময়মনসিংহের তিনজন ও জামালপুরের একজন। মৃতরা দুইজন পুরুষ ও দুইজন মহিলা। করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের সফির উদ্দিন (৭০), মমহাজ বেগম (৬০), সুনীতি আদিত্য (৯০) ও জামালপুর সদরের কিতাব আলী (৭২)। হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন মহিউদ্দিন খান এতথ্য নিশ্চিত করেছেন।
এ নিয়ে চলতি অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৭১ জনের মৃত্যু হলো। গত জুলাই, আগষ্ট ও সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ১০২৬ জনের মৃত্যু হয়েছিল।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পার্সন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১১ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৮৭ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ৩ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ৯ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১৫৮ টি নমুনা পরীক্ষায় কোন করোনা শনাক্ত হয়নি। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৫৮ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৩৯৩ জন।