স্বর্ণ চুরির মামলার রহস্য উদঘাটনঃ ২ আসামী গ্রেফতারঃ চোরাই স্বর্নালংকার উদ্ধার

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  স্বর্ণচুরি  মামলার  রহস্য উদঘাটন ও  চুরি মামলার ২ আসামীকে গ্রেফতার করে চোরাই স্বর্নালংকার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, স্বর্ণ চুরি মামলার রহস্য উদঘাটনসহ চুরি মামলার আসামী নগরীর কালিবাড়ী রোডের জুয়েল মিয়া (৩৯), হালুয়াঘাট থানার শাকুয়াই বন্দেরপাড়ার হিরা চন্দ্র সরকার (৪৩), এ/পি সাং-রঘুরামপুর (শম্ভুগঞ্জ পশ্চিম বাজার) কৃষ্ণ লাল সাহা এর বাড়ীর ভাড়াটিয়া)কে গতকাল রোববার গ্রেফতার করে। এসময় আসামী জুয়েল এর কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একটি লাল প্লাষ্টিকের হাতল যুক্ত স্লাইট রেন্স, দুইটি লোহার তৈর টায়ার লিবার, একটি কাঠের হাতুল যুক্ত হাতুড়ী, দুটি লোহার তৈরী বাটাল, একটি প্লাষ্টিকের হাতল যুক্ত স্ক্রু ড্রাইভার, একটি প্লাষ্টিকের হাতুল যুক্ত প্লাস, একটি প্লাষ্টিকের হাতুল যুক্ত নোজ প্লাস উদ্ধার করেন।
এছাড়া আসামী হিরা চন্দ্র সরকার (৪৩) এর রঘুরামপুর শম্ভুগঞ্জ পশ্চিম বাজার) পুজা শিল্পালয় নামক স্বর্ণের দোকান ঘর হতে একটি স্বর্ণের চেইন যার ওজন ০৭ (সাত) আনা, একটি স্বর্ণের আংকটি যাহার ওজন ০১ আনা ০৫ রতি ০৬ পয়েন্ট, তিন জোড়া স্বর্ণের কানের দুল যাহার ওজন ০৬ আনা ২ রতি ০৮ পয়েন্ট, চারটি স্বর্ণের কানের ফুল যাহার ওজন ০২ আনা ০১ রতি ০৫ পয়েন্ট, এক জোড়া স্বর্ণের কানের ঝুমকা যাহার ওজন ০৪ আনা ০৪ রতি, সর্বমোট স্বর্ণের ওজন ০১ ভরি, ০৬ আনা ০২ রতি ০৬ পয়েন্ট উদ্ধার করে।
আসামি জুয়েল স্বর্নালংকার চুরি করে এবং চোরাই স্বর্নালংকার জেনে আসামি হীরা চন্দ্র সরকার জুয়েলের কাছ থেকে ক্রয় করে। আসামি আসামী জুয়েল মিয়া (৩৯) মামলার ঘটনার বিষয় বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।
উল্লেখ্য গত ২৩ আগস্ট রাত ১.টায় হতে সকাল অনুমান ১০ পর্যন্ত যেকোন সময় কোতোয়ালী থানার আঠারবাড়ী আমপট্টিস্থ পাচু সরকার মার্কেটের দ্বিতীয় তলায় স্বর্নালংকার তৈরির কারখানার শার্টারে লাগানো তালা ভেঙ্গে অজ্ঞাত নামা আসামিরা কারখানায় রক্ষিত কাঠের ড্রয়ারে রাখা ৭ জোড়া স্বর্ণের বালা যাহার ওজন অনুমান ১ ভরি ৮ আনা, মূল্য অনুমান এক লক্ষ টাকা চুরি করে নিয়া যায়। এই সংক্রান্তে কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৫৪, তারিখ-১৫/১০/২১ ইং, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু হয়।