কোতোয়ালী পুলিশের হাতে ২মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৬

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ১৪ কেজি গাঁজাসহ ২মাদক ব্যবসায়ী ও জিআর মামলার গ্রেফতারী পরোয়ানা বলে ২জন সহ বিভিন্ন অপরাধে ৬জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ । আজ মঙ্গলবার সকালে কোতোয়ালী থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা ও ২০ গ্রাম হেরোইনসহ মালগুদামের (খোকনের বাসার ভাড়াটিয়া), রতন মিয়া (৫৫),কে ও ১০ গ্রাম হেরোইন সহ আকুয়া মোড়ল বাড়ী আঃ রহিম (৩৫)কে গ্রেফতার করেছে।
এছাড়া জিআর গ্রেফতারী পরোয়ানায় নগরীর কাশর বউ বাজারের প্রান্ত মিয়া ও ময়লাকান্দার প্রদীপ (৩৫)কে গ্রেফতার করেছে। এছাড়া মাদক মামলায় ০২ জন আসামী গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য যে, মাদক মামলায় ২জন, ১৪ কেজি গাঁজা ও ৩০ গ্রাম হেরোইনসহ ২জন এবং জিআর গ্রেফতারী পরোয়ানা ২জন মোট ৬ জনকে আদালতে সোর্পদ করা হয়েছে।