ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ২জনের মৃত্যু

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ২জনের মৃত্যু

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ২ গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও ১৪জন।

জানা যায়, বুধবার সকালে ত্রিশালের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বগার বাজার নামক এলাকায় ঢাকামুখী ট্রাকের সাথে অপর দিক থেকে ইউটার্ন নিয়ে সড়ক অতিক্রম করে আসা একটি লেগুনার (ঢাকা মেট্রো ট ২০-২৭৭৬) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভালুকা উপজেলার রান্দিয়ার আলাউদ্দিনের মেয়ে রিমা (২০) ও নবী হোসেনের ছেলে সাব্বির (২৬) মারা যান। নিহত দুজনই ভালুকার মুলতাজিম স্পিনিং মিলে কাজ করতেন। এঘটনার পর থেকে কিছুক্ষণ যানবহন চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধারকাজ শেষ করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত দুই গার্মেন্টস কর্মীদের ট্রাক চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও লেগুনা জব্দ করা হয়েছে৷