শফিকুল ইসলাম,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ বিভিন্ন অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে। রোববার সন্ধ্যায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এর আগে শনিবার রাতে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, মাদক মামলায় ৯জন জিআর মামলায় ২ জন ও নিয়মিত মামলাসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। রোববার বিকালে তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।