`পাবনায় টিএমএসএসের উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ গপাবনায় করোনা দুর্যোগের কবলে পড়া চার শতাধিক হত দরিদ্রের মধ্যে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। টিএমএসএস উদ্যোগে ও গ্লোবাল ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় সোমবার(২৫ অক্টোবর) বিকেলে এসব সামগ্রী বিতরণ করা হয়।
পাবনা সদর উপজেলার টেবুনিয়া শামসুল হুদা ডিগ্রি কলেজ মাঠে ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস এর ডোমেইন প্রধান( অপারেশন ১১, নাটোর) সাগর কুমার বড়–য়া। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান, ও পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন পাবনা পৌর আ’লীগের সভাপতি এ্যাড. তসলিম হাসান সুমন, পাবনা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ- সভাপতি আখতারুজ্জামান আখতার, মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শরিফ, শামসুল হুদা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নজরুল ইসলাম বাবু, গ্লোবাল ইসলামী ব্যাংক এর এসপিও জাহাঙ্গীর আলম, পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আমিনুল ইসলাম, সাংবাদিক আমিনুল ইসলাম জুয়েল, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক ও টিএমএসএস-এর ইনফরমেশন ইনটেলিজেন্ট এজেন্ট আব্দুল খালেক খাঁন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে দেশের দুর্যোগকালীন সময়ে টিএমএসএস এবং গ্লোবাল ইসলামী ব্যাংক এর মানবিক উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানান। সভাপতি সাগর কুমার বড়–য়া তার বক্তব্যে বলেন, করোনা দুর্যোগে টিএমএসএস সারা দেশের হত দরিদ্র মানুষের পাশে ছিল এবং থাকবে। তিনি জানান, এ পর্যন্ত ৫ লাখ করোনা দুর্গত মানুষকে টিএমএসএস মানবিক সহায়তা দান করেছে। এছাড়া টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে বহু সংখ্যক করোনা রোগীকে স্বল্পমূল্যে ও বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। তিনি বলেন টিএমএসএস এর প্রতিষ্ঠাতা ড. হোসনেয়ারা বেগম একজন মহীয়সী নারী। তিনি তার সারা জীবন মানব সেবায় নিবেদিত। তারই অংশ হিসেবে এই মানবিক সহায়তা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে টিএমএসএস পাবনার এরিয়া ম্যানেজার আনিসুর রহমান, পাবনা জোনাল কর্মকর্তা সাইদুর রহমান, চাটমোহর জোনাল কর্মকর্তা আবু সায়েম সহ টিএমএসএস পাবনার বিভিন্ন শাখার কর্মকর্তা- কর্মচারি উপস্থিত ছিলেন ।
আলোচনা সভা শেষে করোনায় ক্ষতিগ্রস্থ চার শতাধিক নারী- পুরুষের মধ্যে চাল, ডাল, চিনি, তেল, লবন, ভিটামিন ও মাস্ক ইত্যাদি তিবরণ বিতরণ করা হয়। সাংসারিক দু:সময়ে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পেয়ে দরিদ্র লোকজন সন্তোষ প্রকাশ করেন।