You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃময়মনসিংহ শহরের গলগল্ডা এলাকায় মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন গুণী অভিনেতা মাহমুদ সাজ্জাদ। সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় গলগন্ডা কাজী বাড়ি পুরাতন জামে মসজিদে জানাজা শেষে তাকে মায়ের কবরের পাশে দাফন করা হয়।
জানাজার আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন মরহুমের ছোট ভাই সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও আরেক ভাই টেলিভিশন প্রযোজক ম হামিদ।এই সময় জানাজায় উপস্থিত সকলের কাছে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ।
জানাজায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, ময়মনসিংহের জেলা প্রশাসক মো. এনামুল হক, ময়মনসিংহ সিটি করপোশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মুক্তাগাছা পৌরসভার মেয়র বিল্লাল হোসেন সরকারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গসহ নানা-শ্রেণি পেশার লোকজন অংশ নেন। এরপর মাহমুদ সাজ্জাদের মরদেহ গলগন্ডায় এলাকায় পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয়।
এর আগে রোববার (২৪ অক্টোবর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা মাহমুদ সাজ্জাদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। গত ১ সেপ্টেম্বর করোনা পরবর্তী জটিলতায় শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় দুই মাস তাকে আইসিইউতে রাখা হয়।